পাকিস্তান থেকে আসা ২৫ টন নিষিদ্ধ পপি বীজ চট্টগ্রাম বন্দরে আটক

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৬ নভেম্বর, ২০২৫

পাকিস্তান থেকে আসা ২৫ টন নিষিদ্ধ পপি বীজ চট্টগ্রাম বন্দরে আটক

চট্টগ্রাম বন্দর দিয়ে আসা দুটি কনটেইনার থেকে ২৪ হাজার ৯৬০ কেজি আমদানি নিষিদ্ধ পপি বীজ (পোস্ত দানা) আটক করেছে কাস্টম হাউস। চালানটি পাকিস্তান থেকে আসা এবং ৯ অক্টোবর বন্দরে পৌঁছেছিল। পরে তা নেওয়া হয় ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেড নামের ফারওয়ার্ডিং কোম্পানির কাছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, চালানের ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা, তবে কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের বাজারমূল্য সাড়ে ৬ কোটি টাকা ধরা হয়েছে।

কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে আসা চালানটি আটক করে।

পপি সিড যদি অঙ্কুরোদগম উপযোগী হয়, তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত হয়। এছাড়া, আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর অনুচ্ছেদ ৩(১) (খ) অনুযায়ী পপি সিড আমদানি নিষিদ্ধ। মিথ্যা ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ পপি সিড আমদানি করায় কাস্টম আইন ২০২৩ অনুযায়ী চালানটি আটক করা হয়েছে।

চালানটি খালাসের জন্য হালিশহরের শান্তিবাগের সিঅ্যান্ডএফ এজেন্ট এমএইচ ট্রেডিং ১৪ অক্টোবর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেছিল। খালাস স্থগিত করার পর ডিপো কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে ২২ অক্টোবর কায়িক পরীক্ষা করা হয়। এ সময় ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড ও ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড উদ্ধার করা হয়। কনটেইনারের মুখের দিকে বার্ড ফুড সাজানো হয়েছিল।

উদ্ভিদ সংরক্ষণ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো নমুনার পরীক্ষায় পণ্যের একটি অংশ পপি সিড হিসেবে শনাক্ত হয়।

ডেপুটি কমিশনার এইচএম কবির জানিয়েছেন, বিষয়টি নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম