হালদা নদীতে দুইদিনের অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৫

 হালদা নদীতে দুইদিনের অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে টানা দুইদিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে রাউজান উপজেলা মৎস্য দপ্তর।

শনিবার (১ নভেম্বর) রাত থেকে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন।

তিনি জানান, প্রথম দিনে শনিবার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত অভিযানে ৮ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। এরপর দ্বিতীয় দিনে রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোমবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টা পর্যন্ত রামদাশ হাট থেকে নাঙ্গলমোড়া ভাঙা ব্রিজ পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, “হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণ ও মা মাছের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত জালগুলো হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে পুড়িয়ে বিনষ্ট করা হবে।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর