রাঙ্গুনিয়ায় হুমাম কাদের চৌধুরীর ধানের শীষ প্রাপ্তিতে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় হুমাম কাদের চৌধুরীর ধানের শীষ প্রাপ্তিতে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে প্রার্থী ঘোষণা করার পর রাঙ্গুনিয়ায় আনন্দের বন্যা বইছে। প্রার্থী ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে “আলহামদুলিল্লাহ” লিখে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন তারা।

উপজেলার রাণিরহাটে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরীর নেতৃত্বে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে ইউসুফ চৌধুরী বলেন, জিয়া পরিবারের পর সবচেয়ে নির্যাতিত পরিবারের সন্তান হুমাম কাদের চৌধুরীকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, হুমাম কাদের চৌধুরীর বিজয় নিশ্চিত না করা পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করছি। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অন্যদিকে, ইছাখালী সদরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিনের নেতৃত্বে এবং সরফভাটা চত্বর থেকে গোডাউন এলাকা পর্যন্ত উপজেলা বিএনপির সদস্য ও সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া লিচুবাগানে জিয়া মঞ্চ সভাপতি ফজলুল করিম ফজলুর নেতৃত্বে মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।

নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর বলেন, এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ রাজনৈতিক দলের নাম বিএনপি। ধানের শীষ এই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। প্রতিটি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতীক পাওয়ার দৌড়ে থাকেন। কিন্তু নির্যাতিত পরিবারের নির্যাতিত জননেতা হুমাম কাদের চৌধুরী মনোনয়ন পাওয়ায় রাঙ্গুনিয়ার নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষকেও ছুঁয়ে গেছে।

চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি জনগণের অনুভূতি বুঝতে পারেন। তারই প্রমাণ হুমাম কাদের চৌধুরীর হাতে ধানের শীষ তুলে দেওয়া। এই সময়োপযোগী সিদ্ধান্ত নেতাকর্মীদের উদ্দীপ্ত করেছে এবং রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তররাজনীতি