আনোয়ারায় অবৈধ ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ ডিসেম্বর, ২০২৫

বছরের পর বছর ধরে চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদনহীন ক্লিনিক, ল্যাব ও হাসপাতালের সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব প্রতিষ্ঠানের অধিকাংশেই নেই নূন্যতম বর্জ্য ব্যবস্থাপনা, নেই নিবন্ধন, নেই লাইসেন্স। অথচ অবাধে চলছে সেবা দেওয়ার নামে অনিয়ম ও রোগী শোষণ।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার বিভিন্ন ক্লিনিক-ল্যাবে অভিযান পরিচালনা করে জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
অভিযানের সময় আনোয়ারা বাজার, চাতরী চৌমুহনী, কালাবিবি দিঘীর মোড়, বটতলীসহ গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কিছু প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, চিকিৎসাসেবা দেওয়ার লাইসেন্স নেই, বর্জ্য নিষ্পত্তির ব্যবস্থা নেই,
প্রশিক্ষণহীন কর্মচারীরা ঝুঁকিপূর্ণ সেবা, স্যানিটেশন পরিস্থিতি অস্বাস্থ্যকর ও ল্যাবে পরীক্ষার মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই।
এসময় কালাবিবির দিঘীর মোড়স্থ আনোয়ারা প্রিমিয়ার মেটারনিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ও মুরগীর মাংস থাকা ছাড়াও বিভিন্ন অনিয়মের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বটতলী বাজারস্থ জনসেবা হাসপাতালকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘‘বিভিন্ন অনিয়মের কারণে আমরা কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি। যাদের কাগজপত্র নেই, ন্যূনতম স্বাস্থ্যবিধি মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান চলমান থাকবে।’’
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা।




