রামুর রাবার বাগান থেকে উদ্ধার হওয়া লা/শ নিখোঁজ রাজু শর্মার

রামুর জোয়ারিয়ানালা রাবার বাগানের ঠাকুরপাহাড় এলাকা থেকে গাছের সাথে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১ অক্টোবর, ২০২৫

রামুর রাবার বাগান থেকে উদ্ধার হওয়া লা/শ নিখোঁজ রাজু শর্মার

কক্সবাজারের রামুতে রাবার বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম রাজু শর্মা (৩৫)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত রঞ্জিত শর্মার ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে রামুর জোয়ারিয়ানালা রাবার বাগানের ঠাকুরপাহাড় এলাকা থেকে গাছের সাথে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিক তথ্যে দেখা গেছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রাজু গেলো রোববার থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পাওনাদারদের চাপ ও হুমকির মুখে ছিলেন। তাদের দাবি, রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে বেঁধে রাখা হয়েছে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, “ঘটনার কারণ উদঘাটনে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”

সিটিজি পোস্ট /এমসি

ক্যাটাগরি:
কক্সবাজার