কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি নিষ্কাশন শুরু হবে। প্রতিটি গেট ৬ ইঞ্চি করে উঠিয়ে প্রায় ৯,০০০ কিউসেক পানি ছাড়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৭ ফুট এম.এস.এল, যা বিপদসীমার খুব কাছাকাছি। এ অবস্থায় উজান ও ভাটির এলাকার বন্যা নিয়ন্ত্রণে আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু আছে, যা থেকে প্রতিদিন প্রায় ৩২,০০০ কিউসেক পানি হ্রদ থেকে নিষ্কাশিত হচ্ছে। নতুন করে গেট খুলে আরও পানি ছাড়ার ফলে মোট নিষ্কাশনের পরিমাণ বৃদ্ধি পাবে।
ইনফ্লো বা উজান থেকে পানির প্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি পানির স্তর অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়, তবে পর্যায়ক্রমে স্পিলওয়ের গেট আরও বেশি পরিমাণে খোলা হতে পারে।
এই পদক্ষেপের ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলবাসীদের বন্যা পরিস্থিতির প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস