রাউজানে ৪টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর: ১২ লাখ টাকা জরিমানা

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৪ ডিসেম্বর, ২০২৫

রাউজানে ৪টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর: ১২ লাখ টাকা জরিমানা

রাউজানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ সাত ঘণ্টার অভিযানে চারটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটা মালিকদের মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানে যেসব ইটভাটায় জরিমানা করা হয়:

  • রাউজান পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড, কাজীপাড়া: মেসার্স শাহসুন্দর ব্রিকস (সি.বি.এম) – ৩ লাখ টাকা জরিমানা

  • রাউজান সদর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড, রশিদর পাড়া: মেসার্স শাহসুন্দর ব্রিকস (এসএসবি) – ৩ লাখ টাকা জরিমানা

  • ডাবুয়া ইউনিয়ন, জঙ্গল রাউজান: মেসার্স খাজা গরীবে নেওয়াজ ব্রিকস (কেবিআই) – ৪ লাখ টাকা জরিমানা

  • ডাবুয়া ইউনিয়ন, কলমপতি: মেসার্স কাদেরিয়া ব্রিকস ম্যানুঃ (কেবিএম) – ২ লাখ টাকা জরিমানা

অভিযানে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা দেন র‍্যাব-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যরা, রাউজান থানার পুলিশ এবং রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, রাউজানে মোট ৩২টি অবৈধ ইটভাটা রয়েছে, যার মধ্যে ২৬টি বর্তমানে চালু। কোনো ইটভাটারই পরিবেশ ছাড়পত্র নেই। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, কৃষিজমি ও পাহাড়ি টিলা কেটে মাটি সংগ্রহ, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোসহ বিভিন্ন পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের অভিযোগে এসব ভাটায় জরিমানা করা হয়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর