রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়ন প্রাপ্তিতে শোকরানা মাহফিল
রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৪ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রাউজানের মুন্সির ঘাটা বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মুহূর্তেই এলাকায় আনন্দ ও আবেগের বন্যা দেখা দেয়।
তবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা উল্লাস থেকে বিরত থাকেন। এর পরিবর্তে উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে রাউজান কলেজ মাঠে এক শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বক্তব্য দেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু,
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক কাউন্সিলর এস. এম. রেজাউল রহিম আজম, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম,
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ মির্জা, পৌর যুবদলের সচিব শাহজাহান সাহিল। এছাড়া মো. রেওয়াজ, ছাত্রদল নেতা তসলিম উদ্দিন ইমন, আরিফুল ইসলাম, হাছান বাহাদুরসহ আরও অনেকে।
বক্তারা বিভক্তি ভুলে দলীয় ঐক্যের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
শোকরানা মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দলের নিহত সব নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী সুমন।




