আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই লড়াই চলবে: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ ডিসেম্বর, ২০২৫

আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই লড়াই চলবে: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, যেকোনো পরিস্থিতিতে আমাদের ঐক্য অটুট রাখতে হবে। ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে হাতে হাত রেখে কাজ করতে হবে। শহীদ জিয়ার মাজারে দাঁড়িয়ে শপথ নিতে হবে, আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে। এ লড়াই চলবেই। রাউজান-রাঙ্গুনিয়ার মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই। এ দেশেই মরতে হবে।

তিনি আরো বলেন, আমাদের মা-সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর দ্বারপ্রান্তে। তাকে দীর্ঘ ১৭ বছর নির্যাতন করা হয়েছে। চিকিৎসাবঞ্চিত রেখে কারারুদ্ধ করেছিল ফ্যাসিস্ট সরকার। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সকলের কাছে দোয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সাবের সুলতান কাজলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকির কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী, মো. হাবিবুল্লাহ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, কিউসি গ্রুপের জেনারেল ম্যানেজার ইকবাল হাসান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক কাউন্সিলর এস. এম. রেজাউর রহিম আজম, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, বিএনপির নেতা হাফেজ মুহাম্মদ হাসেম, নুরুল আলম, উত্তর জেলা যুবদল নেতা সৈয়দ তৌহিদুল আলম, খোরশেদুল আলম জিকু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ তালুকদার, মোহাম্মদ আলী সুমন, মো. রেওয়াজ, সাবেক ছাত্রদল নেতা লিটন মহাজন, তসলিম উদ্দিন ইমন, সাইফুল আজম ছোটন, আরিফুর রহমান, জাহেদুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতাকর্মী।

এর আগে জুমার নামাজের পর রাউজানের ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ড এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে সমবেত হন। বিকালে সেখান থেকে মিছিলসহ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে জিয়াউর রহমানের সমাধি সৌধে যাত্রা করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সর্বশেষ চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে তাঁর পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। চলতি মাসের ৩ নভেম্বর ঘোষিত প্রথম ধাপের প্রাথমিক তালিকায় এ আসনের প্রার্থী না থাকায় দলীয় মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে আলোচনা তৈরি হয়। অবশেষে ৪ ডিসেম্বর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর