হাটহাজারীতে পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাউজান প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৪ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারীতে পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মো. আবদুর রাজ্জাক (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ধলই ইউনিয়নের কাটিরহাট দরগাহ রাস্তা এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক ফটিকছড়ির সাদেকনগর এলাকার মৃত শাহ সুফিয়ানের পুত্র।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার করে বাড়ি ফেরার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আবদুর রাজ্জাক। সেই সময় নাজিরহাটগামী বেপরোয়া গতির একটি পিকআপ (চট্টমেট্রো-জ-১১-০০৮৩) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে। নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শাহেদ বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।”

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর