ডিবির অভিযানে খুলশীতে ডাকাতি হওয়া গাড়ি ও মালামাল উদ্ধার, ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩ অক্টোবর, ২০২৫

 ডিবির অভিযানে খুলশীতে ডাকাতি হওয়া গাড়ি ও মালামাল উদ্ধার, ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীতে খুলশীর আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে সিটি পুলিশ (সিএমপি)’র গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ। বিশেষ অভিযানে ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া টয়োটা করলাক্রস হাইব্রিড গাড়িসহ সমস্ত মালামাল।

এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন রাজুর নেতৃত্বে ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ) ও একটি চৌকস টিম ২৪ ঘণ্টার মধ্যে ট্টগ্রাম মহানগরের বায়েজিদ, ইপিজেড ও কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নুর মোহাম্মদ সাব্বির ওরফে রকি (২২), মোঃ রোবেল হোসেন (৩১), মোঃ ফয়সাল (২২)।

পুলিশ সূত্র জানায়, গত ১০ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিং এর গলিতে এই ঘটনা ঘটে। সাংবাদিক পরিচয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল চারতলা ভবনের এক বাসায় প্রবেশ করে। তারা দুইজন মহিলা সহ গৃহকর্তাকে ধারালো ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি চালায়।

পুলিশ সূত্র জানায়, ডাকাত দল ওই বাসা থেকে প্রায় ৪৫ লাখ টাকা দামের একটি টয়োটা করলাক্রস হাইব্রিড (মডেল ২০২২) গাড়িসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন, ১১ অক্টোবর ২০২৫ তারিখে খুলশী থানায় মামলা নং-০৬, ধারা ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম