পাঁচলাইশ থানায় স্টোররুমে আগুন, আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ওসির কক্ষের পাশে অবস্থিত স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে হঠাৎ এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, “ভোরের দিকে পাঁচলাইশ থানার ভেতরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সেখানে যায়। প্রায় কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, “থানার স্টোররুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”
সিটিজিপোস্ট/জাউ




