চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সড়ক চত্বরে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দীন। শনিবার (৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টানেল চত্বর থেকে এসব ব্যানার-ফেস্টুন সরিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।
টানেল চত্বরে বিভিন্ন দিবস ও কর্মসূচি ঘিরে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন টানান। এতে চত্বরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ঝুঁকিও তৈরি হয়। এ অবস্থা থেকে উত্তরণে বিএনপির নেতাকর্মীদের নিজস্ব ব্যানার-ফেস্টুন সরিয়ে এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান লায়ন হেলাল উদ্দীন। নিজেদের ব্যানার সরানোর মতো পদক্ষেপে তিনি স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছেন।
লায়ন মোঃ হেলাল উদ্দীন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে একটি সুন্দর রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। দুর্গাপূজা ও বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে টানেল চত্বরে ব্যানার লাগানোয় মোড়ের সৌন্দর্য নষ্ট হয়েছিল। তাই এগুলো অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম করা জরুরি মনে করেছি। ভবিষ্যতে যেন জনদুর্ভোগ ও দুর্ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।”
তিনি আরও জানান, ‘‘কর্ণফুলীর মইজ্জারট্যাক গোল চত্বরে একই ধরনের ব্যানার-ফেস্টুন রয়েছে। নেতাকর্মীদের সেগুলোও দ্রুত অপসারণের আহ্বান জানান তিনি। না হলে শিগগিরই দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সেখানেও পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।’’
এসময় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার মাসুদ, জাগির হোসেন, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনসুর উদ্দীন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য আবদুল মঈন চৌধুরী ছোটন, মোহাম্মদ মামুন খান, উপজেলা বিএনপি নেতা নুরুল হুদা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, যুগ্ম আহবায়ক আবু তৈয়ব মাহির, বাবলু হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাজ্জল হোসেন জুয়েল, আনোয়ারা কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিনসহ আরও অনেকে।
সিটিজিপোস্ট/ এসএইচএস
৫ অক্টোবর, ২০২৫
কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব শিক্ষক দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ...
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব শিক্ষক দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়কের বিভিন্ন স্থান প...