মহেশখালীতে জমির বিরোধ নিয়ে ভাইয়ের হাতে ভাই খু/ন
কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৬ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব হরিয়ারছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে ফোরকান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক।
ওসি জানান, "জমি নিয়ে বিরোধের ঘটনায় এর আগে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই ঘটনার'ই ধারাবাহিকতায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই আবুল কালাম ও মুহাম্মদ ফোরকানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সংঘর্ষে ফোরকানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। প্রথমে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে ফোরকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তদের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায় বলে জানিয়েছে স্থানীয়রা।
সিটিজিপোস্ট/ এসএইচএস

.jpg&w=3840&q=75)


