সাউদার্ন ইউনির্ভাসিটিতে কোটি টাকার দুর্নীতি!
ট্রেজারার-রেজিস্ট্রারের বিরুদ্ধে ৬ কোটি আত্মসাতের মামলা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের সাউদার্ন ইউনির্ভাসিটির ট্রেজারার ড. সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, ২০০৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিলের জন্য সাউদার্ন ইউনির্ভাসিটির নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের প্রবর্তক শাখায় একটি হিসাব খোলা হয়। ওই হিসাব থেকে ট্রেজারার ড. সরওয়ার জাহানের স্বাক্ষরে মোট ৬ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা উত্তোলন করা হয়। তবে এই টাকা কোন খাতে ব্যয় হয়েছে, তার কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, সাউদার্ন ইউনির্ভাসিটির নামে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক পরিচালনা করা হয়। কিন্তু এজেন্ট ব্যাংকের কমিশন বিশ্ববিদ্যালয়ের হিসাবে জমা না হয়ে, উল্টো বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে এজেন্ট ব্যাংকে নিয়োজিত কর্মচারীকে বেতনের নামে ৮৮ হাজার ৭৩৮ টাকা প্রদান করা হয়।
তাছাড়া, কোনো ঋণ গ্রহণ না করা সত্ত্বেও ঋণ পরিশোধের নামে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ২৮ লাখ ৮ হাজার ৯৯০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
দুদকের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের আপদকালীন তহবিল থেকে ঋণ পরিশোধের নামে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রেজারার ও সাবেক রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সিটিজিপোস্ট/এমএইচডি




.jpg%3Fv%3D1762078412350&w=3840&q=75)