ফ্রিজে রাখা খুলি ২ মাস পর স্থাপন করা হল চবি শিক্ষার্থী মামুনের মাথায়

সিটিজি পোস্ট প্রতিবেদক

চবি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৫

ফ্রিজে রাখা খুলি ২ মাস পর স্থাপন করা হল চবি শিক্ষার্থী মামুনের মাথায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবারা গ্রামে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের ছাত্র মামুন মিয়ার মাথায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ দুই মাস ধরে ফ্রিজে সংরক্ষিত থাকা খুলির অংশ পুনঃস্থাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের এক সহযোগী অধ্যাপক। গুরুতর আঘাতের কারণে মামুনের মাথার খুলির অংশ দুই মাস আগে খুলে রাখা হয়েছিল।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রাত থেকে পরদিন (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনাটিতে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ কয়েকশতাধিক শিক্ষার্থী ও কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন। সংঘর্ষের সময় মামুন মাথায় গুরুতর আঘাত পান।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রামক্যাম্পাস