পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩, আহত কমপক্ষে ৫
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৪ নভেম্বর, ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে দেশটির আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি) সদরদপ্তরে সশস্ত্র আত্মঘাতী হামলা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে সাদ্দার-কোহাট সড়কের এফসি সদরদপ্তরের মূল গেইটে হামলাকারীরা বিস্ফোরণ ঘটিয়ে হামলার সূচনা করে। এতে তিন নিরাপত্তাকর্মী নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, হামলাটি শুরু হয় আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে। এরপর হামলাকারীরা গুলি চালাতে চালাতে সদরদপ্তরের ভেতরে প্রবেশ করে এবং সেখানে আরও বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।
কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, মোট তিনজন আত্মঘাতী হামলাকারী এফসি সদরদপ্তরকে লক্ষ্য করে হামলা চালায়। নিহতদের মধ্যে এফসির তিন সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছেন এফসির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবাল।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, “এক হামলাকারী প্রথমে সদরদপ্তরের প্রধান প্রবেশপথে বিস্ফোরণ ঘটায়, আর অন্যরা ভেতরে ঢুকে হামলা চালায়।” তিনি বলেন, হামলার পরও সন্দেহ করা হচ্ছে যে আরও কিছু সন্ত্রাসী ভবনের ভেতরে লুকিয়ে থাকতে পারে।
ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করছে। সদরদপ্তরটি পেশোয়ারের একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত এবং এর কাছেই পাকিস্তান সামরিক বাহিনীর ক্যান্টনমেন্ট।
সাদ্দার-কোহাট সড়কের বাসিন্দা সফদার খান জানান, “এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চারদিকে সেনাবাহিনী ও পুলিশের টহল চলছে।”
আহতদের মধ্যে দুইজন এফসি সদস্যসহ মোট পাঁচজনকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম।
এ হামলার দায় এখনও কোনো জঙ্গি সংগঠন স্বীকার করেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি ওই অঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের হামলার মাত্রা বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগান তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে।
সিটিজিপোস্ট/জাউ




