শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে জাতিসংঘের প্রতিক্রিয়া

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৮ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে জাতিসংঘের প্রতিক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশকে ঘিরে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক প্রতিক্রিয়ায় বলছেন, যেকোনও পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে তারা। তিনি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রায় ঘোষণাটি গত বছর বিক্ষোভ দমনে সংঘটিত অপরাধের ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।

মুখপাত্র জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত তথ্যভিত্তিক প্রতিবেদনের পর থেকে তারা দায়ীদের, বিশেষত নেতৃত্ব ও কমান্ড অবস্থানে থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসারে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছেন। তিনি আরও বলেন, ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের সুযোগ থাকা জরুরি।

রাভিনা শামদাসানি বলেন, বিচারপ্রক্রিয়া প্রত্যক্ষ না করলেও জাতিসংঘ সব সময় আন্তর্জাতিক মান অনুযায়ী যথাযথ বিচার সমর্থন করে। বিশেষভাবে তা গুরুত্বপূর্ণ, কারণ আসামি অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দফতের মুখপাত্র জানান, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায়বিচার নিশ্চিত করে জাতীয় পুনর্মিলন ও প্রশমনের পথে অগ্রসর হবে। এর মধ্যে আন্তর্জাতিক মানসম্মত নিরাপত্তা খাত সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত, যাতে ভবিষ্যতে এমন মানবাধিকার লঙ্ঘন আর না ঘটে।

ভলকার তুর্ক সবাইকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

সূত্র: ইউএন নিউজ

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
আন্তর্জাতিক