রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে
খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মায়ের নাম আমেনা বেগম ও মেয়ের নাম রায়হানা আক্তার।
বুধবার (২০ আগস্ট) রাতে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
রামগড় থানা সূত্রে জানা যায়, "গতকাল রাতে এই ঘটনা ঘটে। ঘটনার সময় মা ও মেয়ে বাড়িতে ছিল। জানাজানির পর আজ বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে এই ঘটনা ঘটেছে তা বা করেছে এ বিষয় খতিয়ে দেখা হচ্ছে।"
সিটিজি পোস্ট/ এসএইচএস