বান্দরবান হতে রাঙ্গামাটিগামী সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবির রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি।
আজ রবিবার ( ২৮ সেপ্টেম্বর ) বিকেলে একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মালেক এর নেতৃত্বে চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্য কর্তৃক বান্দরবান হতে রাঙ্গামাটিগামী সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৫০০ টি দেশীয় অস্ত্র (দা/চাপাতি) মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উক্ত বাসের চালক মোঃ শুক্কুর আলী ও চালকের সহকারী মোঃ সাব্বির কে আটক করা হয়।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, বান্দরবান থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করা সম্রাট পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে ৫০০টি দেশীয় দা/চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের চালক ও সহকারী স্বীকার করেছেন, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সংগঠনের নির্দেশে খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র পরিবহন করা হচ্ছিল।
অবৈধ অস্ত্র পরিবহনের দায়ে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য বাসের চালক ও সহকারীকে কাপ্তাই থানা পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে বলে থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানিয়েছেন।
কাপ্তাই ব্যাটালিয়নের কর্মকর্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ। যারা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, বিশেষত ইউপিডিএফসহ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অস্ত্রগুলোর উৎস ও পরিকল্পিত ব্যবহার সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
গেল মঙ্গলবার খাগড়াছড়িতে পাহাড়ি এক মেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। জানা যায় রাত ৯ টায় প্রাইভেট পড়ে ফেরার পথে সে কিশোরী ধর্ষণের শিকার হ্। ঘটনার দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আদালত তাকে ছয়দিনের রিমান্ডের আদেশ দেন।
কিন্তু ঘটনা এখানে থেমে থাকেনি, ধর্ষণের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে গতকাল শনিবার ভোর পাঁচটা থেকে অবরোধ কর্মসূচি পালন করছে। আজকেও ১৪৪ ধারার জারির মধ্যে খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চলে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে আন্দোলন করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত গুইমারা উপজেলায় গুলিতে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছে। কে বা কারা গুলি চালিয়ে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এরকম থমথমে পরিস্থিতির মধ্যে বিপুল পরিমাণ দেশীয় ।অস্ত্র উদ্ধার জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
সিটিজিপোস্ট/জাউ
২ অক্টোবর, ২০২৫
গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌকা ডুবির খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছ...
৩০ সেপ্টেম্বর, ২০২৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২৯ সেপ্টেম্বর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...