চট্টগ্রামের বাকলিয়ায় ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৯ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় আলোচিত ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যা মামলার এজাহারনামীয় ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ এবং বাকলিয়া থানার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক এবং মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. আফতাব হোসেন নেতৃত্বে গত ২৮ অক্টোবর সন্ধ্যা থেকে ২৯ অক্টোবর দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
যৌথ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম ওরফে সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান (২৮), দিদারুল আলম রাসেল (বয়স অনির্ধারিত)
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাত দেড়টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনায় ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনায় নিহতের পিতা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫–৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা একটি দায়ের করেন।
পুলিশ জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সিটিজিপোস্ট/জাউ

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)