বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে প্রচলন করা হবে।
গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন নোটের ডিজাইনে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের চিত্র স্থান পেয়েছে। এর আগে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে আনা হয়। এখন ওই ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত নতুন ১০০ টাকার নোট প্রচলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রাথমিকভাবে নতুন ১০০ টাকার নোট ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে দেশের অন্যান্য শাখায় বিতরণ করা হবে।