চট্টগ্রাম বন্দরে বর্ধিত প্রবেশ ফি স্থগিত, স্বাভাবিক হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচল
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৯ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বন্দরে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করার সিদ্ধান্তের পর কর্মসূচি প্রত্যাহার করেছে পণ্যবাহী গাড়ির মালিকদের সংগঠনগুলো। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সংগঠনগুলো গাড়ি না চালানোর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলে বিকেল সাড়ে ৫টা থেকে বন্দর দিয়ে পুরোদমে পণ্য পরিবহন শুরু হয়। এর ফলে কয়েক দিন ধরে চলা কনটেইনার ও পণ্য পরিবহনের অচলাবস্থা কেটে গেছে।
গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে গড়ে ৪১ শতাংশ প্রবেশ ফি বৃদ্ধি কার্যকর করা হয়। এর মধ্যে ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়েছিল।
এই হঠাৎ বৃদ্ধির প্রতিবাদে ঘোষণা ছাড়াই গাড়ি চলাচল বন্ধ করে দেন মালিকেরা। প্রথম তিন দিন শুধুমাত্র আমদানি পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে শনিবার (১৮ অক্টোবর) থেকে সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচলও বন্ধ হয়ে যায়, ফলে বন্দরের কার্যক্রমে গুরুতর অচলাবস্থা সৃষ্টি হয়।
আজ দুপুরে বন্দর ভবনে মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। বৈঠকে তিনি জানান, বর্ধিত প্রবেশ ফি স্থগিত করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
বৈঠকে উপস্থিত আন্তজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. ইউসুফ মজুমদার বলেন,
“বন্দর চেয়ারম্যান জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। প্রবেশ ফিও আগের নিয়মে অর্থাৎ ৫৭ টাকা হারে আদায় করা হবে। এ কারণে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি।”
বর্ধিত ফি স্থগিত ও আলোচনার পর বিকেল থেকে বন্দরে পণ্য ওঠানো–নামানো এবং পরিবহন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ কয়েক দিন বন্ধ থাকার কারণে বন্দরে আটকে থাকা হাজারো কনটেইনার ও পণ্য এখন ধীরে ধীরে সরানো হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততার সঙ্গে কার্যক্রম পুনরায় সচল করতে অতিরিক্ত শ্রমিক ও পরিবহন ব্যবস্থার সমন্বয় করা হয়েছে।

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)