এক সপ্তাহ বন্ধের পর চালু প্যাসিফিক জিন্সের ৭ কারখানা, ৩৫ হাজার শ্রমিক কাজে যোগদান
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৩ অক্টোবর, ২০২৫

সহিংস শ্রমিক অসন্তোষের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ (২৩ অক্টোবর) প্যাসিফিক জিন্স গ্রুপের সাতটি কারখানা পুনরায় খোলা হয়েছে। গত অস্থিরতায় অন্তত ২৭ জন শ্রমিক আহত হয়েছিলেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, প্যাসিফিক অ্যাটায়ার্স লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড, জিন্স ২০০০ লিমিটেড, এনএইচটি ফ্যাশনস লিমিটেড, ইউনিভার্সাল জিন্স লিমিটেড, প্যাসিফিক ওয়ার্কওয়্যারস লিমিটেড ও প্যাসিফিক অ্যাকসেসরিজ কারখানাগুলো সকাল ৮টার মধ্যে পূর্ণ উৎপাদন শুরু করেছে।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে এবং পুরোদমে উৎপাদন চলছে। কারখানাগুলো পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।”
তিনি আরও জানান, “৩৫ হাজার শ্রমিক কর্মহীন অবস্থায় থাকলে বন্দর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা ছিল, যা অন্যান্য তৈরি পোশাক কারখানাকেও প্রভাবিত করতে পারত।”
অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সিইপিজেড এলাকার চারপাশে শিল্প পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সেনাবাহিনী, নৌবাহিনী ও বেপজা সিকিউরিটির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গত ১৬ অক্টোবর বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯-এর ১২(১) ধারার ভিত্তিতে প্যাসিফিক জিন্স কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে। এর আগে, ৯ অক্টোবর শ্রমিকদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। জানুয়ারিতে ভাঙচুরের একটি মামলার তদন্তে পুলিশ শ্রমিকদের ঠিকানা যাচাইয়ের চিঠি পাঠালে আতঙ্কিত হয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৬ অক্টোবর সংঘর্ষে ২৭ জন আহত হন, যার কারণে সব কারখানা বন্ধ করতে হয়।
পুলিশ জানায়, এই অস্থিরতায় জড়িত থাকার অভিযোগে ৪২১ জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।
সপ্তাহব্যাপী আলোচনা ও কঠোর নিরাপত্তার পর আজ থেকে কারখানাগুলো পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
সিটিজিপোস্ট/জাউ

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)