রেল ক্রসিংয়ে মোটরসাইকেল বিকল, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল জফির উদ্দীনের

সিটিজি পোস্ট প্রতিবেদক

মহানগর ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ নভেম্বর, ২০২৫

রেল ক্রসিংয়ে মোটরসাইকেল বিকল, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল জফির উদ্দীনের

চট্টগ্রাম নগরীর অক্সিজেন রেলগেটে ট্রেনের ধাক্কায় আনোয়ারার জফির উদ্দীন (৫১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জফির উদ্দীন আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের নোয়ামিদ্দার বাড়ির মৃত মোহাম্মদ আবদুল হক সওদাগরের পুত্র। তিনি বায়েজিদ বোস্তামী রোডের ন্যাশনাল এক্সেসরিজ লিমিটেড–এর ডাইং সেকশনে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অক্সিজেন রৌফাবাদ এলাকার কেডিএসের সামনে রেল ক্রসিংয়ে পৌঁছালে গেটম্যান প্রতিবন্ধক নামিয়ে দেন। এর আগেই জফির উদ্দীন প্রতিবন্ধকের ভেতরে ঢুকে পড়ায় দ্রুত লাইন পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু রেললাইনে উঠতেই মোটরসাইকেল হঠাৎ বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই দ্রুতগামী ট্রেন এসে ধাক্কা দিলে জফির মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাসা ও কর্মস্থল খুব কাছেই হওয়ায় তিনি নিয়মিত মোটরসাইকেলে যাতায়াত করতেন। মাত্র দুই সপ্তাহ আগে তিনি নতুন মোটরসাইকেল কেনেন। তবে সেই মোটরসাইকেলেই ঘটে গেল তাঁর করুণ মৃত্যু। রোববার জোহরের নামাজের পর উত্তর বরুমচড়া নুরানি জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

নিহতের বড় ভাই মোহাম্মদ জসিম উদ্দিন আমজাদী বলেন, “কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ছোট ভাইকে হারাতে হলো। এমন মর্মান্তিক ঘটনায় আমরা বাকরুদ্ধ।”

ক্যাটাগরি:
চট্টগ্রাম