কক্সবাজারে বিমানের সঙ্গে ধাক্কা লেগে কুকুরের মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

কক্সবাজারে বিমানের সঙ্গে ধাক্কা লেগে কুকুরের মৃত্যু

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগে একটি কুকুর মারা গেছে।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটির উড্ডয়ন প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা। তিনি জানান, ঢাকাগামী বিএস-১৫৮ ফ্লাইটটি ৭০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের জন্য রানওয়েতে গেলে কিছু একটার সঙ্গে ধাক্কার মতো অনুভূত হয়।“ এরপর নিরাপত্তার স্বার্থে বিমানটি উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয় এবং যান্ত্রিক ত্রুটি বা ক্ষতি আছে কি-না, তা পরীক্ষা করা হয়,” বলেন তিনি।

পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে উড়োজাহাজটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে ঢাকায় অবতরণ করে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা জানান, “ধাক্কা লাগার পরপরই কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে ফেলা হয় এবং রানওয়ে দ্রুত স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি, যাত্রীরাও সবাই নিরাপদে ছিলেন।”

তিনি আরও জানান, “রানওয়ের পশ্চিম পাশে অবকাঠামোগত কাজ চলমান থাকায় সেখানে কুকুর প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। সন্ধ্যার পর কম আলোয় রানওয়েতে কুকুর দেখা একটি চ্যালেঞ্জ। আমরা ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করেছি।”

এর আগে চলতি বছরের ২ আগস্ট একই বিমানবন্দরে আরেকটি উড়োজাহাজের সঙ্গে উড্ডয়নের আগে কুকুরের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটেছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে সংলগ্ন এলাকায় চলমান নির্মাণকাজ শেষ হলে এমন ঝুঁকি অনেকটা কমে আসবে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
কক্সবাজার