উখিয়ায় দোকানে আগুন লেঘে কাপড় ব্যবসায়ীর মৃত্যু
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের উখিয়ায় একটি তিনতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোহাম্মদ আলী (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ভবনের নিচতলায় থাকা একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১০ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে উখিয়া সদর স্টেশনের দারাগো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহাগ নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, নিহত মোহাম্মদ আলীর দোকানে তুলা কাটার একটি মেশিন বসানো হয়েছিল। বিকেলে মেশিনটি চালু করার কিছুক্ষণ পরই সেখানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকান এবং ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উখিয়া, টেকনাফ ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে একজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
সিটিজিপোস্ট/জাউ




