মিরসরাইয়ে গলায় ছুরি ধরে ডাকাতি, সাড়ে তিন ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩১ অক্টোবর, ২০২৫
.png%3Fv%3D1761909412304&w=3840&q=75)
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিচিন্তা গ্রামে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫২ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৩টার দিকে খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিচিন্তা গ্রামের আব্দুল মজিদ মিস্ত্রির বাড়িতে।
ভুক্তভোগী নূর উদ্দীন বলেন, “রাত ৩টার দিকে আমার ভাবির ঘরের দরজা ভেঙে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাতদল ঢুকে পড়ে। তারা গলায় ছুরি ধরে আমাকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে হাত-পা ও চোখ বেঁধে ঘর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণের গয়না ও ৫২ হাজার টাকা নিয়ে যায়।”
প্রত্যক্ষদর্শী নুরুল করিম বাবলু বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় ডাকাতদল সহজেই এসে ডাকাতি করে চলে গেছে। গ্রামের কেউ কিছু টের পায়নি। পরে মসজিদের মুয়াজ্জিন আযান দিতে উঠে কান্নার শব্দ শুনে এসে জানতে পারে ডাকাতির ঘটনা ঘটেছে।”
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে বাড়ির লোকজন টের পেলে তারা জিম্মি করে ডাকাতি করে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সিটিজিপোস্ট/জাউ



.jpg%3Fv%3D1761986630825&w=3840&q=75)
