৫৭ মামলার আসামী পটিয়ার রুহুল সিলেটে গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২ নভেম্বর, ২০২৫

৫৭ মামলার আসামী পটিয়ার রুহুল সিলেটে গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ার ৫৭ মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৫) কে সিলেট থেকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সিলেট বিমানবন্দর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুহুল আমিন পটিয়া উপজেলার পাইরোল এলাকার মৃত আবদুস সালামের পুত্র।

পুলিশ জানায়, সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় পটিয়া থানা পুলিশ দীর্ঘদিনের পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি পটিয়া থানা এলাকায় একাধিক প্রতারণা ও আর্থিক জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত।

রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর মামলা, ১টি জিআর মামলা এবং ৪টি সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি পরোয়ানা রয়েছে। এছাড়া সিএমপির কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে আরও ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা ওয়ারেন্ট রয়েছে। পুলিশের ধারণা, রুহুল আমিনের বিরুদ্ধে দেশের অন্যান্য থানায়ও একাধিক মামলা ও ওয়ারেন্ট থাকতে পারে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, আসামি সিলেট বিমানবন্দর হয়ে বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণঅপরাধ