চট্টগ্রামে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালী ও মানববন্ধন
ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় পিউর আর্থ বাংলাদেশ ও ইয়ুথনেট গ্লোবাল চট্টগ্রাম জেলা যৌথভাবে এই র্যালী ও মানববন্ধনের আয়োজন করে
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৬ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় পিউর আর্থ বাংলাদেশ ও ইয়ুথনেট গ্লোবাল চট্টগ্রাম জেলা যৌথভাবে র্যালী ও মানববন্ধনের আয়োজন করে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে জামালখান মোড়ে এসে শেষ হয়। এতে সাধারণ শিক্ষার্থী, ইয়ুথনেট গ্লোবালের সদস্যবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
“কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়।” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিসেফ, পিউর আর্থ ও ইয়ুথনেট গ্লোবাল যৌথভাবে দেশের ৬৪ জেলায় ‘আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫’ উদযাপন করছে।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সর্বস্তরে সিসা বিষক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সরকার ও নীতিনির্ধারকদের সিসা দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগে উদ্যোগী করা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "সিসা একটি মারাত্মক বিষাক্ত ধাতু যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। তাই এখনই এর ব্যবহার ও দূষণ বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়া জরুরি।"




