কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। জবাবে ১১৩ বল হাতে রেখে জয় তুলে নেয় নিগার সুলতানার দল।
অভিষিক্ত রুবাইয়া হায়দার ঝিলিক ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে তার ৭৭ বলে ৬২ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। পরে সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিং (১৯ বলে ২৪*) পাকিস্তানের সব আশা শেষ করে দেয়।
এর আগে পাকিস্তান ব্যাটিংয়ে শুরুতেই ধসে পড়ে। মারুফ আক্তার প্রথম ওভারেই দুটি উইকেট নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি যেতে পারেনি দলটি। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার নেন শেষ তিন উইকেট।
মাত্র দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২২ সালে অভিষেক আসরে পাকিস্তানকে হারিয়েছিল নিগাররা। এবারের আসরেও পাকিস্তানকে হারিয়ে ধারাবাহিকতা বজায় রাখল লাল-সবুজরা।
মোট ১৭ ওয়ানডে মুখোমুখিতে বাংলাদেশ ও পাকিস্তান এখন সমতায় ৮ জয় করে। এবার বিশ্বকাপের মঞ্চে হাসি ফুটল বাংলাদেশের মুখেই।
সিটিজিপোস্ট/ এসএইচএস