বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশ বিনির্মানে নারীর ক্ষমতায়ন ও ভূমিকা প্রসঙ্গে আনোয়ারায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১১ই অক্টোবর শনিবার উপজেলার 'দি কিং অব আনোয়ারা' কমিউনিটি সেন্টারে।
উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডের সচেতন নারীর খোঁজে এ মহিলা সমাবেশের উদ্যোগ নেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন।
এদিকে সোমবার সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে মহিলা সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বিএনপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন বলেন, "নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে নারীর ভূমিকা অন্যতম। নারীদের সুরক্ষা ও মর্যাদা নিয়ে তারেক রহমানের ৩১ দফায় রয়েছে। গ্রামীণ অঞ্চলের নারীদেরকে বিএনপির বার্তা ও সচেতন করতে আনোয়ারায় মহিলা সমাবেশ করা হচ্ছে। এ সমাবেশ থেকে ১১টি ইউনিয়ন থেকে সচেতন নারী খোঁজে বিএনপির নেতৃত্বে আনা হবে।"
তিনি আরও বলেন, "ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এ স্বাধীনতা, ন্যায় ও জনগণের কণ্ঠের প্রতিচ্ছবি। সেই কণ্ঠকে শক্তিশালী করতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকার জন্য এ মহিলা সমাবেশ গুরুত্বপূর্ণ। এ সমাবেশের মধ্যে নারীরা উদ্বুদ্ধ হবে।"
প্রস্তুতি সভায় দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবে...
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যা...