পটিয়ায় বিএনপি প্রার্থী এনামের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে চার নেতার চিঠি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২১ নভেম্বর, ২০২৫

পটিয়ায় বিএনপি প্রার্থী এনামের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে চার নেতার চিঠি

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন দলের ৪ নেতা। প্রার্থী ঘোষণা হওয়ার কিছুদিন পরেই দলের চার নেতা তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানিয়ে চিঠি পাঠান। চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে তীব্র আলোচনা–সমালোচনা শুরু হয়।

চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম নেছার ও সাইফুদ্দিন সালাম মিঠু।

তাদের অভিযোগ, মনোনীত প্রার্থী এনামের সঙ্গে ‘এস আলম গ্রুপ সংশ্লিষ্টতা’ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।

দলীয় সূত্রে জানা যায়, ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এনামুল হক এনামের নাম ঘোষণা করলে, দলের ভেতর থেকে একটি অংশে অসন্তোষ তৈরি হয়। যদিও প্রকাশ্যে কেউ প্রতিবাদ করেনি। কিন্তু পরে অসন্তুষ্ট নেতাদের চিঠি সেই সমালোচনা প্রকাশ্যে নিয়ে আসে।

পটিয়া বিএনপির ৪ নেতার স্বাক্ষরিত চিঠি ভাইরাল হওয়ার পর ফেসবুকে দলীয় নেতাকর্মীরা তীব্র সমালোচনায় মুখর হয়ে উঠেন। যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন লেখেন: “যে চারজন স্বাক্ষর করে নির্লজ্জের মতো ক্ষমতার স্বাদ নিতে চেয়েছেন, তাদের অতীত ফিরিস্তি আমাদের জানা আছে। মজিদ নামের একজন মন্তব্য করেন: “বসন্তের কোকিল তথা সুবিধাবাদীদের ঠিকানা পটিয়ায় হবে না।” বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আশিকুল আলম লেখেন: “জাতীয় চার নেতাকে ধন্যবাদ জামায়াতের প্রজেক্ট নিজেরা সম্পন্ন করার জন্য।”

অপরদিকে, পটিয়া পৌরসভা বিএনপি নেতা মিশকাত আহমেদ সংহতির আহবান জানিয়ে লেখেন: “রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। দলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে এক টেবিলে বসতে হবে।”

পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন: “এনামুল হক এনাম দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক। পটিয়াবাসী তার মনোনয়ন সাদরে গ্রহণ করেছে। চিঠি বা কোনো ষড়যন্ত্র করে এনামের গণজোয়ার ঠেকানো যাবে না।”

বিএনপি মনোনীত প্রার্থী এনামের এনামুল হক এনাম জানান, “ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আমি সবাইকে নিয়ে কাজ করছি। এর মধ্যে একটি গ্রুপ হিংসা থেকে ষড়যন্ত্র শুরু করেছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল ও দেশের জন্য কাজ করে যাবো। পটিয়ার মানুষ আমার সাথে আছে।”

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণরাজনীতি