চকরিয়ায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৪ নভেম্বর, ২০২৫

চকরিয়ায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া অংশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির খণ্ডিত লাশ পাওয়া গেছে। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ বা স্থানীয় থানা পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) ভোরে হারবাং ইউনিয়নের উত্তর হারবাং নতুন বাজার পাড়া এলাকার রেললাইনের ওপর ও আশপাশে মরদেহের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, “রেললাইনের ওপর ও আশপাশে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা লাশ উদ্ধার ও পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনা করবে।”

তিনি আরও বলেন, এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ—তা পরিচয় শনাক্ত ও তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তাই মরদেহের পরিচয় শনাক্তের ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ