আনোয়ারায় এনসিপি নেতা জুবাইরুল আলম মানিকের গণসংযোগ
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২২ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী এনসিপির কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক আনোয়ারা উপজেলায় গণসংযোগ করছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকালে সংসদীয় আসনের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের সাওদাগরদিঘীর পাড় ও বরুমচড়া রাস্তার মাথা এলাকায় শাপলা কলির পক্ষে এ গণসংযোগ করেন। এসময় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও শাপলা কলিতে ভোট প্রত্যাশা করেন তিনি।
এসময় জুবাইরুল আলম মানিক বলেন, ‘‘আনোয়ারা-কর্ণফুলীর মানুষ দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব নতুনত্ব পরিবর্তন চাই এবং ত্যাগী সংগ্রামী নেতৃত্বকে জনপ্রতিনিধি হিসেবে চাই। কিন্তু আপসোসের বিষয় কয়েক যুগ পেরিয়ে গেলেও গণতন্ত্রের আড়ালে সব দলে পরিবারতন্ত্র কায়েমের সূত্র ধরে মানুষ কাঙ্ক্ষিত পরিবর্তনের নতুনত্বের নেতৃত্ব বাঁচাই করতে সুযোগ পাইনি। শিক্ষার্থী তরুণদের নেতৃত্বে ২০২৪ এর ঐতিহাসিক ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী মানুষ নতুন ভাবে তাদের কাঙ্ক্ষিত নতুনত্বের পরিবর্তনের নেতৃত্বের স্বপ্ন দেখতেছে। গণঅভ্যুত্থানের সম্মুখ সারির শীর্ষ নেতৃত্ব এবং দীর্ঘ ফ্যাসী* বাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ যোদ্ধা হিসেবে গণঅভ্যুত্থান পরবর্তী ধারাবাহিক আনোয়ারা-কর্ণফুলীর আত্ম সামাজিক উন্নয়নে বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখার প্রেক্ষিতে আনোয়ারা কর্ণফুলীর সচেতন সংগ্রামী সর্বস্তরের ছাত্রজনতা আমাকে তাদের সন্তান ভাই বন্ধুতুল্য জনপ্রতিনিধি হিসেবে এগিয়ে আসতে ব্যাপক সাহস অনুপ্রেরণা যোগাচ্ছে। আমি দলমত এর উর্ধে আনোয়ারা কর্ণফুলীর কাঙ্ক্ষিত একজন সেবক হিসেবে থাকতে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে দলমত নির্বিশেষের সকলের জন্য নিরাপদ শৃঙ্খলাসমৃদ্ধ আনোয়ারা কর্ণফুলী গড়তে এনসিপির পক্ষ হতে শাপলা কলি মার্কায় সম্ভাব্য প্রার্থী হিসেবে আনোয়ারা কর্ণফুলীর ছাত্রজনতার দ্বারে এসে ব্যাপক জনসমর্থন সাড়া পাচ্ছি। আগামীতে ঐতিহাসিক ভাবে বিপুল জনসমর্থনে আনোয়ারা কর্ণফুলীতে পরিবর্তনের নতুনত্বের নেতৃত্ব এনসিপির শাপলা কলি জয়ী হবে, ইনশাআল্লাহ।’’
তিনি আরও বলেন, ‘‘স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার ও জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন করতে হবে।’’
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, এনসিপি আনোয়ারা উপজেলার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ, যুগ্ম সমন্বয়কারী জাফরুল আলম চৌধুরী, দিদারুল আলম, নাঈম উদ্দীন, দক্ষিণ জেলা এনসিপির সদস্য হিমেল, ফরিদুল ইসলাম, মাহমুদ আল সাঈদ, নাহিদ ইসলাম, উপজেলা যুবশক্তির সংগঠক, রিয়াজুল ইসলাম, মোঃ ফারুক, নাঈম, ছাত্রশক্তির সংগঠক এমদাদুল হক ও জুনাইদুল ইসলাম সহ প্রমুখ।




