তিন দিন পর নিজ উঠানের গর্তে মিলল ফকিরের লাশ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩ নভেম্বর, ২০২৫

তিন দিন পর নিজ উঠানের গর্তে মিলল ফকিরের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির উঠানে গর্ত থেকে আশরাফ মিয়া (ফকির নামে পরিচিত)–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়ায় তার লাশ পাওয়া যায়।

নিহত আশরাফ মিয়া (৬৫) কালীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব টেমাপাড়ার মৃত ফরিদের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে আশরাফ মিয়া হঠাৎ নিখোঁজ হন। রবিবার সকালে বাড়ির উঠানে কমলা গাছে পানি দিতে গিয়ে পরিবারের একজন গাছের নিচে সদ্য খোঁড়া মাটি দেখে সন্দেহ করেন। পরে মাটি খুঁড়ে দেখেন ওই স্থানে আশরাফ মিয়ার লাশ পুঁতে রাখা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘‘মরদেহের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’’

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ