রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদন মঞ্জুর করে এই জামিন আদেশ দেন।
রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদন মঞ্জুর করে এই জামিন আদেশ দেন।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।
এর আগে রোববার (১৮ মে) থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ফারিয়া। পরদিন (১৯ মে) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন। তবে মঙ্গলবার শুনানি এগিয়ে এনে জামিন মঞ্জুর করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টার ঘটনায় অভিনেত্রী ফারিয়াকে আসামি করা হয়। মামলায় আরও উল্লেখ আছে, এ ঘটনায় শোবিজ অঙ্গনের মোট ১৭ জন তারকা জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন বাদী।
বাদী এনামুল হকের দায়ের করা মামলায় দাবি করা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনের বিরুদ্ধে চলা আন্দোলনের সময় অভিযুক্তরা এই আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং আওয়ামী লীগের পক্ষে অর্থায়ন করেছিলেন।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক করেন এবং বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় একাধিক হিট সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি মডেল, উপস্থাপক ও গায়িকা হিসেবেও পরিচিত।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি স্মরণ করা থেকে বিরত রাখার ঘটনা মৌলিক অধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনূস ফেসবুকে একটি বিবৃতি প্রদান করে। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অমার্জনীয়। তরুণ নাগরিকদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে এবং তাদের ...