চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আহত আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতিকে দেখতে গেলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ জুবাইরুল আলম মানিক।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতরী গ্রামে আহত আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাতুল ইসলামের ঘরে দেখতে যায় তিনি।
এসময় এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী সকলে মজলুম ছিলাম আমরা। এরকম একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের থেকে কেউ যাতে জালিম হয়ে না উঠে। তাই, গণতান্ত্রিক ব্যবস্থায় সহাবস্থান নিশ্চিত অতিব জরুরি। সেই প্রেক্ষিতে আনোয়ারা কলেজ ছাত্রশিবিরের উপর হামলা নিন্দনীয় লজ্জাজনক। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক স্বচ্ছতা সৌন্দর্য্যর স্বার্থে আনোয়ারা কলেজ সহ আনোয়ারার রাজনীতিতে সকল দল সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে সহাবস্থান সম্প্রীতি শৃঙ্খলা সুনিশ্চিত করবে।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলার সংগঠক লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ, দেলোয়ার হুসাইন, সৈয়্যদ মামুনুর রশিদ, শাফি আউয়াল, সাজ্জাদ হোসেন, বোরহান উদ্দীন, সাঈদ আহমদ, আলভী, তৌহিদুল ইসলাম, শাকিল, মোহাম্মদ নুর, রাফসান তালুকদার ও ফাহিম শাহরিয়ার প্রমুখ।
উল্লেখ্য, গতকাল বুধবার (১০সেপ্টেম্বর) আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি মিশকাতুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠে ছাত্রদলের বিরুদ্ধে।