কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় বিরোধ নিয়ে ভুক্তভোগী কতিপয় যুবক তাকে লাঞ্ছিত করে।
মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস। গতকাল প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস উইংয়ের বরাতে এক পোস্টে এ তথ্য জানানো হয়। মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওই পোস্টে বলা হয়, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে,আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। আইন নিজের হাতে তুলে নেয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয় পোস্টে।
চৌদ্দগ্রাম থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, কানুর বিরুদ্ধে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রোববার দুপুরে বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আব্দুল হাই ভূঁইয়া কানুকে জুতার মালা পরায় প্রবাসী আবুল হাশেমসহ এলাকার কতিপয় যুবক। জুতার মালা পরা অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে দুজন ব্যক্তি টানাহেঁচড়া করছেন। এ সময় উপস্থিত স্থানীয়দের বলতে শোনা যায়, আব্দুল হাই কানুর কারণে তারা গত ১৫ বছর এলাকায় থাকতে পারেনি। তাকে লাঞ্ছিত করা ব্যক্তিদের একজনই পুরো ঘটনার ভিডিও করেছেন। এ সময় ওই বীর মুক্তিযোদ্ধা বারবার তাকে ছেড়ে দেওয়ার আকুতি জানান।
সরজমিন পরিদর্শনে গেলে স্থানীয় জসিম উদ্দিন বলেন, আবদুল হাই ভূঁইয়া কানুর সঙ্গে আওয়ামী লীগ ব্যতিত আর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বন্দ্ব নেই। এলাকার ভুক্তভোগী কতিপয় যুবক ঘটনাটি করেছে। এ সময় আমিও সঙ্গে ছিলাম। হত্যাকাণ্ডের শিকার যুবলীগ নেতা রানা হত্যা মামলায় ১ নম্বর আসামি কানু। তিনি কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হালিম মজুমদারকে লাথি মেরে পুকুরে ফেলে দেয়। ওই নির্বাচনে আমাকেও লাঞ্ছিত করে।
চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, আব্দুল হাই কানুর বিরুদ্ধে ৮-৯টি মামলার বিষয়ে পুরনো অপারেটরের মাধ্যমে জেনেছি। তবে আমার কাছে একটি হত্যা মামলা এবং একটি ভাঙচুরের মামলার তথ্য রয়েছে। ভাইরাল ভিডিওতে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, সকলের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী বিচার হবে। অপরাধীকে জুতার মালা পরিয়ে সম্মানহানির কোনো সুযোগ আইনে নেই।
২২ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্...
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহ...