রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিহতদের মধ্যে একজন বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং একজন শিক্ষিকা রয়েছেন। বাকিরা সবাই স্কুলপড়ুয়া শিশু।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি দুজন ভেন্টিলেশনে রাখা হয়েছে।
ডা. সায়েদুর রহমান বলেন, “২০ জনের মরদেহ ইতোমধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের শনাক্ত করে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।”
চিকিৎসার ব্যাপারে তিনি আশ্বস্ত করে বলেন, “আমরা দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউট চত্বরে অভিভাবক, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। মুহূর্তেই ভবনজুড়ে ভয়াবহ আগুন ধরে যায়। ভবনের ভেতরে সেই সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি এবং বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালান। গুরুতর আহতদের দ্রুত হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে।
উল্লেখ্য, দুর্ঘটনার তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২২ জুলাই, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে ২৭ শিক্ষার্থীর মৃত্যু। দুর্ঘটনার পর রাত ২টা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন রাতভর অব্যাহত রয়েছে, যেখানে তারা ৬ দফা দাবি তুলে ধরেছেন।মঙ্গলবার (২২ জুলাই) রাত ২টার পর থেকে উত্তরের ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে ২৭ শিক্ষার্থীর মৃত্যু। দুর্ঘটনার পর রাত ২টা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন র...