বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুরনো প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে ২৭ শিক্ষার্থীর মৃত্যু। দুর্ঘটনার পর রাত ২টা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন রাতভর অব্যাহত রয়েছে, যেখানে তারা ৬ দফা দাবি তুলে ধরেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ২টার পর থেকে উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। দুর্ঘটনার পর একটি অ্যাম্বুলেন্স কিছু সময় কলেজ প্রাঙ্গণে অবস্থান করলেও, কারা নিহত হয়েছেন, কতজন আহত, কারা নিখোঁজ – এসব নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য কর্তৃপক্ষ দেয়নি, বলে অভিযোগ করেন তারা।
একজন শিক্ষার্থী বলেন, “রাত ২টার পর আমরা শুধু দেখলাম একটি অ্যাম্বুলেন্স ঢুকলো, কিছুক্ষণ পর বেরিয়ে গেল। আমাদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কেউ কিছু জানাচ্ছে না। আমরা জানি না আমাদের বন্ধুরা কোথায়। তাই আমরা এখন কথা বলছি – অন্যায়ের বিরুদ্ধে, অবহেলার বিরুদ্ধে, চাপা দেওয়ার সংস্কৃতির বিরুদ্ধে।”
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. নিহত শিক্ষার্থীদের সঠিক নাম, পরিচয় ও সংখ্যা প্রকাশ।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ।
৩. শিক্ষকদের গায়ে নিরাপত্তা বাহিনীর হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা।
৪. নিহত শিক্ষার্থীদের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান।
৫. পুরনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।
৬. বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র মানবিক ও নিরাপদভাবে পরিবর্তন।
রাত সোয়া ৪টা পর্যন্ত বিক্ষোভ চলছিল। পুরো কলেজ প্রাঙ্গণ এখন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিকদের জমায়েতে মুখর। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই ভবনে আগুন ধরে যায়, যেখানে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিল। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনীর যৌথ উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে।
২২ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহ...