ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এ তথ্য জানান।
তিনি বলেন, হাকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল আবেদনের প্রস্তুতি চলছে।
এদিকে, রোববার সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানীর সাইন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরের বসিলা ও শাহবাগে বিক্ষোভ করছেন চালকরা। এতে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। অনেককে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।
হাইকোর্টের দেয়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন চালকরা। তাদের দাবি, সড়কে অটোরিকশা চলতে দিতে হবে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর তিনদিনের মধ্যে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি অটোরিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট।
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা ও নকল কাগজপত্র জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: ১। মোহাম্মদ আব্বাস (৩২)...
২৩ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে ত...