গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের একটি চৌকস দল চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা ও নকল কাগজপত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোহাম্মদ আব্বাস (৩২), পিতা – মোঃ ইদ্রিস, গ্রাম – তারাগঞ্জ, থানা – লালমোহন, জেলা – ভোলা
২। মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা – মৃত নুরুল হক, গ্রাম – কোরালিয়া, থানা – তজুমদ্দিন, জেলা – ভোলা
পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই সিএনজি সংগ্রহ করে জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র এবং নাম্বার প্লেট ব্যবহার করে সেগুলো বিক্রি করত। তারা জনৈক কবির মিস্ত্রির সহায়তায় (পিতা-অজ্ঞাত, গ্রাম-জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম) এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
অভিযানে নেতৃত্বদানকারী মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, চক্রটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের অন্যান্য অজ্ঞাত সহযোগীদের সনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
সিটিজিপোস্ট/আরকে