সাংবাদিক নামের কলঙ্ক ও বিডিআর কেলেঙ্কারির মিডিয়া ম্যানেজার ফ্যাসিস্ট মুন্নী সাহাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে ঢাকা শহরের কারওয়ান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নী সাহা কারওয়ান বাজারের ‘এক টাকার খবরে’ অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়েছিলেন। সেখানে কিছুক্ষণ পর তিনি জনতার আক্রোশের শিকার হন এবং তাকে ঘিরে ফেলা হয়। পরবর্তীতে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাকে থানায় নিয়ে যায়।
ওসি মো. মোবারক হোসেন জানান, মুন্নী সাহা টাওয়ারের সামনে সবজি কিনছিলেন, তখন তাকে চিনে কিছু লোক তাকে আক্রমণ করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে নিরাপদে থানায় নিয়ে আসে।
এ ঘটনাটি রাজধানীর যাত্রাবাড়ীতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত। ওই হত্যামামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের পাশাপাশি সাত সাংবাদিককেও আসামি করা হয়, এর মধ্যে মুন্নী সাহাও আছেন। মুন্নী সাহা বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় পরিচিত এক নাম। তিনি আজকের কাগজ, ভোরের কাগজ, একুশে টেলিভিশন ও এটিএন বাংলায় দীর্ঘ সময় কাজ করেছেন। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করার পর ‘এক টাকার খবর’ নামের একটি নতুন প্ল্যাটফর্মে যোগ দেন।
এদিকে, তার ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য ৬ অক্টোবর বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক চাওয়া হয়। বিএফআইইউ তাদের চিঠিতে মুন্নী সাহার ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে জানিয়েছে যে, সেসব তথ্য ৭ অক্টোবরের মধ্যে তাদের কাছে পাঠাতে হবে।
২৩ জুলাই, ২০২৫
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ফর্মুলায় দ্বিমত দেখা দিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ভিন্নমত ও ভোট প্রক্রিয়ায় অনাগ্রহের কারণে গঠনতন্ত্র সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে দলগুলো তাদের অবস্থান তুলে ধরে। এতে দেখা যায়, বিএনপি ও জ...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২৩ জুলাই, ২০২৫
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ফর্মুলায় দ্বিমত দেখা দিয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর ভিন্নমত ও ভোট প্রক্রিয়ায় অনাগ্রহের কারণে গঠনতন্ত্র সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) রাজ...