চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘জুলাই বিপ্লব’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ১৫ দিনব্যাপী চারুকলা প্রদর্শনীতে একাধিক চিত্রকর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, বিশেষ করে যেখানে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকটি চিত্রায়িত হয়েছে। একে কেউ ইতিহাসের অনুষঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ অভিযোগ তুলেছেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ইঙ্গিতের।
মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে শুরু হওয়া প্রদর্শনীটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। তবে বিতর্ক ছড়িয়েছে কয়েকটি ছবিতে 'দাঁড়িপাল্লা' ব্যবহারের কারণে, যা জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক হওয়ায় কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসীন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইকে আর কত ছোট করবে? ধিক্কার জানানোর ভাষা নেই।" অনুরূপ বক্তব্য দিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, যিনি বলেন, “বিশ্ববিদ্যালয় কি একদলকে লিজ দিয়েছে?”
তবে এই বিতর্কিত চিত্রকর্মের চিত্রশিল্পী মেহেদী হাসান শুভ্র ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষায়, "এই পেইন্টিং ‘Justice in the People's Hands’ মূলত 'Lady Justice'-এর চিরায়ত ধারণাকে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুনভাবে তুলে ধরেছে। যেখানে একটি সাধারণ রিকশাচালকের হাতে ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা তুলে ধরা হয়েছে — রাষ্ট্র ও সমাজে ভারসাম্যের প্রতীক হিসেবে।"
তিনি আরও বলেন, "এখানে প্রতীক ব্যবহারের পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। বরং দেশের আত্মত্যাগ, সামাজিক ন্যায়বিচার ও জনগণের ভূমিকা তুলে ধরাই মূল অভিপ্রায়।"
চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান বিতর্ক প্রসঙ্গে বলেন, “প্রদর্শনী আয়োজনের সময় প্রশাসন আমার ওপর কোনো চাপ প্রয়োগ করেনি। সকল শিল্পী স্বাধীনভাবে তাদের চিত্রকর্ম জমা দিয়েছেন। শিল্পের মধ্যে রাজনৈতিক ব্যাখ্যা আরোপ করা ঠিক নয়।”
তিনি আরও বলেন, “আমি কোনো শিল্পীকে ব্যক্তিগতভাবে চিনি না। শিল্পীরা স্বাধীনভাবে কাজ করেছেন। কেউ কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ছবি আঁকেননি।”
চিত্রকর্মে ব্যবহৃত প্রতীক যেমন দাঁড়িপাল্লা—তা একদিকে ন্যায়বিচারের আন্তর্জাতিক প্রতীক, আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশেষ দলের নির্বাচন চিহ্নও। এই দ্ব্যর্থতা থেকেই বিতর্কের জন্ম। শিল্পীর ব্যাখ্যায় প্রতীকটির দর্শনগত দিকটি বেশি গুরুত্ব পেলেও দর্শকের দৃষ্টিভঙ্গি সেই বার্তাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে।
২৩ জুলাই, ২০২৫
চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেছেন, “গতকাল (মঙ্গলবার) আদু ভাইদের একটা মিছিল হয়েছে, আপনারা দেখেছেন না? তিন সন্তানের বাবাও নাকি ছাত্রদল করে। এ কেমন ছাত্র, সকালে আসে না, বিকালে কলেজের গেইট ভেঙে কলেজে ঢুকতে চায়।”বুধবার দুপুরে (২৩ জুলাই) চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির (উত্তর) আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। মিছিল...
২৩ জুলাই, ২০২৫
২৩ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২৩ জুলাই, ২০২৫
চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেছেন, “গতকাল (মঙ্গলবার) আদু ভাইদের একটা মিছিল হয়েছে, আপনারা দেখেছেন না? তিন সন্তানের বাবাও নাকি ছাত্রদল করে। এ কেমন ছাত্র, সকালে আসে না, বিকালে কলেজের গেইট ভেঙে কলেজে ঢুকতে চায়।”বুধবার ...