বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর আরোপ করা পারস্পরিক বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। এর ফলে বাংলাদেশের ওপর সম্প্রতি আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক সাময়িকভাবে বাতিল হচ্ছে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছিল। তবে বুধবার ট্রাম্প এ ঘোষণা দেন যে, চীন বাদে অন্য সব দেশের ওপর আরোপ করা শুল্ক স্থগিত থাকবে।
ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ লিখেছেন, “বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, তার ভিত্তিতে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে উন্নীত করছি। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”
তিনি আরও বলেন, “৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনায় বসেছে এবং পাল্টা ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাই আমি ওই দেশগুলোর জন্য শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি।”
বিশ্ব বাণিজ্যে উত্তেজনার এই সময়ে ট্রাম্পের এ সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে। তবে আগামী ৯০ দিন পর এই শুল্ক ফের আরোপ হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হতাহতের এ সংখ্যা জানিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর হতাহ...
২১ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এ পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ...