মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য নেওয়া হচ্ছে, এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে কণ্ঠশিল্পী নোবেল তার স্ত্রী সালসাবিল মাহমুদকে সঙ্গে নিয়ে উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেটকার ভাড়া করেন। গন্তব্য ছিল হাবুলের পুকুরপাড় এলাকা।
ড্রাইভার আকবর হোসেন জানান, গন্তব্যস্থলে পৌঁছানোর পরও নোবেল গাড়ি থেকে নামছিলেন না। তিনি “উদ্ভট” কথাবার্তা বলা শুরু করেন এবং ড্রাইভারকে উদ্দেশ্য করে গালাগাল করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়, একপর্যায়ে নোবেল গাড়ির চালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ সময় রাস্তায় অনেক মানুষ জড়ো হয় এবং নোবেল জনতার রোষের মুখে পড়েন। পরে খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নোবেল, উবার গাড়ি ও চালককে থানায় নিয়ে যায়।
শনিবার মধ্যরাত পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে, গত ২৪ জুন নারী নির্যাতন মামলায় জামিন পেয়েছিলেন নোবেল। ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ১৯ জুন আদালতের নির্দেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়।
এই নতুন ঘটনার জেরে কণ্ঠশিল্পী নোবেল আবারও আইনি ঝামেলায় জড়ালেন। পুলিশ বলছে, অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।