নির্বাচন হবেই, কে দায়িত্ব পাবে না পাবে সেটা পরের বিষয়"— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘গণঅভ্যুত্থান-২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা; সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক শোকস্মরণ কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিটি শহীদের নামে একটি করে নিমগাছ রোপণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতির কলঙ্ক। তাঁর বিচার হবেই।”
গতকাল শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মির্জা ফখরুল জুলাই আন্দোলনে শহীদ হওয়া এক তরুণের মায়ের আহাজারির কথা উল্লেখ করেন। তিনি বলেন,“একটি ছেলেকে গুলি করে মেরেছে, বেঁচে আছে কি না তা না দেখে লাশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য, অথচ তারাই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
শনিবারের বক্তব্যে তিনি আরও দাবি করেন, “নির্বাচনের দেরিতে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে। এ অবস্থায় দায়িত্ব নিতে হবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।”
বিএনপি মহাসচিব বলেন,“আমাদের প্রথম কাজ হবে শহীদদের বিচার নিশ্চিত করা, দ্বিতীয় কাজ পরিবারগুলোকে পুনর্বাসন। যারা আহত হয়েছে, তাদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। জাতির কাছে আমরা দায়বদ্ধ।”
তিনি জানান, বিএনপি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বিশেষ তহবিল গঠন করেছে।