খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং পাড়া এলাকায় বিজিবি ও ইউপিডিএফ (মূল প্রসীত গ্রুপ) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
রবিবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির যামিনী পাড়া জোন আওতাধীন একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফের একটি দল মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
একপর্যায়ে ইউপিডিএফ সদস্যরা গহীন পাহাড়ে সরে পড়ে।
এ সময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান, ১৬ রাউন্ড গুলি এবং ইউপিডিএফের ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি।
তবে এই অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ঘটনার পর পুরো এলাকা জুড়ে উচ্চ সতর্কতায় রয়েছে বিজিবি। টহল জোরদার করা হয়েছে পাহাড়ি সীমান্তবর্তী এলাকায়।
বিজিবি যামিনী পাড়া জোনের পক্ষ থেকে এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি। তবে বিকেলে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ের কথা রয়েছে বলে জানিয়েছে জোন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে সম্প্রতি আবারও ইউপিডিএফ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।