চট্টগ্রামের চকবাজার এলাকায় শিবির ও ছাত্রদল-যুবদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আরিফ নামের এক যুবককে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে চকবাজার থানায় নিয়ে আসে। তারা দাবি করেন, আরিফ ছাত্রলীগের কর্মী এবং তাকে গ্রেফতার করা উচিত। তবে কিছুক্ষণ পর শিবিরের পরিচয়ে কয়েকজন যুবক থানায় উপস্থিত হয়ে দাবি করেন, আরিফ তাদের সংগঠনের কর্মী এবং তাকে থানার হেফাজত থেকে নিয়ে যান। এ সময় ছাত্রদল-যুবদলের কর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
আরিফ নগরীর মহসীন কলেজের ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, আগে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি শিবিরের সঙ্গে চলাফেরা করতে দেখা গেছে।
বিষয়টি নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সিটিজি পোস্টকে বলেন, "আমাদের নেতাকর্মীরা ছাত্রলীগের এক সন্ত্রাসীকে ধরে থানায় সোপর্দ করেছিল। কিন্তু শিবির এসে বাধা দিলে ঘটনাটি ঘটে। ছাত্রদল সবসময় সন্ত্রাসবিরোধী অবস্থানে রয়েছে।"
এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েল সিটিজি পোস্টকে জানান, "এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। সংঘর্ষ এখনও চলছে। ছাত্রদল হঠাৎ করে আমাদের এক সাবেক সাথীর উপর হামলা চালায় এবং তাকে রক্তাক্ত করে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার হাসিব আজিজ সিটিজি পোস্টকে জানান, "এটি একজন ছাত্রকে ঘিরে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির ফল। উভয়পক্ষ এখন চকবাজার থানায় অবস্থান করছে। আমি ওসিকে বিষয়টি মীমাংসার মাধ্যমে সমাধান করার নির্দেশ দিয়েছি।"
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, দু’পক্ষ এখনও চকবাজার এলাকায় মুখোমুখি অবস্থানে রয়েছে। এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, এই ঘটনার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।
অনেকে প্রশ্ন তুলেছেন, ঢাকার উত্তরায় আজকের ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু স্কুলশিক্ষার্থীর মৃত্যুতে জাতি যখন শোকে স্তব্ধ, তখন রাজনৈতিক কোন্দলে ছাত্র সংগঠনগুলোর এই আচরণ হতাশাজনক।
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...